জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামি বিশ্ববিদ্যালয় দারুল উলুম করাচির নাইবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান (দা.বা)। আগামী ১০ জানুযারী তিনি জকিগঞ্জের রারাই গ্রামে অবস্থান করে ১২ জানুয়ারি প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফ্ফার শায়খে মামরখানি (রহ)-এর স্মৃতি বিজড়িত মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন