
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তা এলাকায় ‘হাফিজ মোশাহিদ আলী (আন্ধা হাফিজ) রহ. শিক্ষা কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ মোশাহিদ আলী রহ.-এর নিজ বাড়িতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এটি ট্রাস্টের আয়োজিত ১৮তম বৃত্তি পরীক্ষা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার ৫২টি হাফিজি মাদরাসা থেকে মোট ৬১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এ বছর সর্বোচ্চ।
সকাল ১২টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বারঠাকুরি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর নুর, ট্রাস্ট চেয়ারম্যান হাফিজ আব্দুর রহমান, আব্দুস শাকুর, সমাজসেবী দেওয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা ছালিক আহমদ। কক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা ওলিউর রহমান, আজিজুল কদ্বর, হাফিজ আল আমিন, হাফিজ আমজাদুর রহমান, হাফিজ মারজান আহমদ, সোহেল আহমদ কাজল, ময়নুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন