
খলিফায়ে মাদানী আল্লামা মামরখানী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর স্মৃতিধন্য জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জ-এর দুই দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২১ ও ২২ ডিসেম্বর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আসর জামেয়া প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জামেয়ার নায়েবে মুহতামিম ও লন্ডনপ্রবাসী মুফতি আবদুল মুনতাকিম জানান, দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারদের অংশগ্রহণে সম্মেলনটি একটি বৃহৎ দ্বীনি সমাবেশে রূপ নিতে যাচ্ছে। উভয় দিনই অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের হাতে ফুযালা, আবনা ও হুফফাজদের দস্তারে ফযীলত প্রদান করা হবে।
তিনি আরও জানান, সম্মেলন বাস্তবায়নে ইন্তেজামিয়া কমিটি, প্রচার, অর্থ ও প্রবাসী কমিটিসহ সংশ্লিষ্ট সব কমিটি সমন্বিতভাবে কাজ করছে। সম্মেলনকে ঘিরে মুনশীবাজার এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশ-বিদেশে সম্মেলনের তথ্য পৌঁছে দিতে একটি সক্রিয় মিডিয়া সেল কাজ করছে। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় গণমাধ্যমে নিয়মিত প্রচারণার পাশাপাশি সম্মেলনের বিভিন্ন আয়োজন ও অতিথিদের আগমন লাইভ কভারেজের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এদিকে, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নির্বিঘ্ন সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সম্মেলন প্রাঙ্গণে পৃথক মিডিয়া ডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, “ ঐতিহ্যবাহী এই জামেয়ার দস্তারবন্দী মহাসম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং অতীত, বর্তমান ও ভবিষ্যতের আলেম সমাজের মিলনমেলায় পরিণত হবে। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে যারা দেশে-বিদেশে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন—তাদের জন্য এটি এক স্মরণীয় ও গৌরবময় উপলক্ষ।”
মন্তব্য করুন