
একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা। স্মৃতির পাতায় ফিরে গিয়ে একে একে তুলে ধরেন কীভাবে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। অনেকের চোখে তখন অশ্রু, গভীর মনোযোগে সেই স্মৃতিচারণ শোনেন রাজনগর প্রেসক্লাবের সদস্যরা।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজনগর প্রেসক্লাবের আয়োজনে উপজেলার ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে ’৭১’ অনুষ্ঠিত হয়।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, প্রখর কান্তি চক্রবর্তী, একেএম মুস্তাফিজুর রহমান, অজয় কুমার দাস, সরদিন্দু কুমার দে ও মো. ইন্তাজ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনৈতিক রিপোর্টার) মিজানুর রহমান এবং রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আজিজ।
বিকাল সাড়ে ৩টায় রাজনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ভারতে প্রশিক্ষণ গ্রহণ, দেশে ফিরে পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধের বর্ণনা দেন। ক্ষুধা, অস্ত্রের স্বল্পতা ও নানা প্রতিকূলতার মধ্যেও কীভাবে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন—সে সব স্মৃতি তুলে ধরেন তারা।
মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাজনগরে এ ধরনের স্মৃতিচারণমূলক আয়োজন এই প্রথম। এ উদ্যোগের জন্য তারা রাজনগর প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে রাজনগর প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, উপজেলায় বসবাসরত সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ধারাবাহিক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।
মন্তব্য করুন