জকিগঞ্জ মেরিট হোম মডেল স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়টিতে কেক কাটাসহ জাঁকজমকপূর্ণ পরিবেশনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আতিকুর রহমান খাদিমানী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ মাদার বাজার ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী নছীব আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাইফ উদ্দিন হীরা, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত তালুকদার, অভিভাবক সদস্য ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, ডা. আব্দুল বাছিত খান, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, বোরহান উদ্দিন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, ইমরান বেগম, রেহানা আক্তার, রোকসানা আক্তার, তাহমিনা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা মিলে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হতে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, সমাজসেবী ডা. আব্দুর রহিমের দিকনির্দেশনায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। জকিগঞ্জ উপজেলায় আজ মাথা উঁচু করে এখন পর্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।