সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ১৩তম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয়—এই দুইটি কেন্দ্রে একযোগে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে গোয়াইনঘাট উপজেলার ২৯টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কোমলমতি শিক্ষার্থীদের জন্য মেধা যাচাইয়ের এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
মেধাবৃত্তি পরীক্ষা কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন এসোসিয়েশনের সভাপতি ও সানরাইজ একাডেমির পরিচালক নাজমুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক ও স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হালিম, প্রতিভা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক মো. মোশাহিদ আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিজাম উদ্দিন, গোয়াইনঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট মডার্ন একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ এবং বঙ্গবীর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কুদ্দুছ খানসহ সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন