
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নকশী বাংলা ফাউন্ডেশন-এর উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ গ্রীণসিটি কলেজিয়েট ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে এবং প্রচার দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা উসমান গণি, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, একরাম হোসেন তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়ছল আহমদ হেলালী।
মন্তব্য করুন