
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট রিপোর্টার ক্লাব, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ও কলেজ ছাত্রদল, আনসার-ভিডিপি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ।
সকাল ৯টায় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে গোয়াইনঘাট বিআইএএম ল্যাবরেটরি স্কুল মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী স্বাগত বক্তব্যে বলেন, ‘আজ জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হয়েছিল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এ বিজয় অর্জন করেছি। পাশাপাশি জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী সকল যোদ্ধাকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
গোয়াইনঘাট জনস্বাস্থ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইউনুস আলী ও গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোয়াইনঘাট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক এবং গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জনার্ধন চক্রবর্তী।
বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে আমীর ডা. আব্দুন নূর, সেক্রেটারি ইমরান আহমদ, সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন