
সিলেটের জকিগঞ্জে অনলাইনে জুয়া জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের রায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আটগ্রাম বাজার এলাকায় পুলিশের অভিযানের সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকের পর যুবক শহিদুল হকের মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিত মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন করে এ ধরনের জুয়া খেলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।
মন্তব্য করুন