গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মৌলভীবাজার জেলা পেলো নতুন জেলা প্রশাসকের নেতৃত্ব।
গত ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদুজ্জামান পাভেল (১৬৪৭৫)।
দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদলের অংশ হিসেবে তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন জেলা প্রশাসকের যোগদানের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি ও ধারাবাহিকতা প্রত্যাশা করছেন জেলার সচেতন মহল।
মন্তব্য করুন