জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী

জকিগঞ্জ প্রতিনিধি  ::
 
জকিগঞ্জে ৭ দিনব্যাপী প্রাক্সিসের 'ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ' প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ১ টার সময় জকিগঞ্জের প্রথম আইইএলটিএস সেন্টার প্রাক্সিস জকিগঞ্জের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্সিস জকিগঞ্জের চীফ এক্সিকিউটিভ অফিসার দিদারুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সিআরএম আমিনুর রশীদ রিপনের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্সিস জকিগঞ্জের ফেকাল্টি মেম্বার অট্রেলিয়া প্রবাসী সাদমান শাকীব, পর্তুগাল প্রবাসী আবু আশরাফ লায়েক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাহাত আহমদ, সাদিয়া আক্তার ও লাবনি আক্তার পপি।

অনুষ্ঠানে ৭দিন ব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনে ২৩ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট, হেডফোন, স্মারক ব্যাগ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর মধ্যে ১ম স্থান অর্জন করে যৌথভাবে লাবনী আক্তার পপি ও মাহবুবা রওশন আক্তার নিশু।

২য় স্থান অর্জন করেছে ১০ জন। তারা হলেন- মাহবুবা খান জুই, আমিনা আক্তার ইয়াছমিন, আতকিয়া ফাহমিদা, আব্দুল মুত্তালিব, গুলজার হোসেন, সাদিয়া আক্তার, তাসনিম জান্নাত নিহা, ইশতিয়াক আহমেদ ফরহাদ, নাহিদা বেগম, নুরুল হাসান রিপন, হুমায়রা তাবাস্সুম এনি, নাসরিন সুলতানা বুশরা, বুশরা বেগম, আনিসাতুল জান্নাহ তাইবাহ, সামিয়া আক্তার হেপি, আব্দুল আজিজ পারভেজ, সাজেদ আহমদ, হুমায়রা আক্তার সামিয়া, হুসাইন আহমদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন