ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বরশি দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে পড়ে সমছু মিয়া (৫৫) নামের এক সৌখিন মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাকুড়াখালে এ দূর্ঘটনা ঘটে। নিহত সমছু মিয়া ছাতকের কালারুকা ইউনিয়নের কাজীহাটা নোয়াগাঁও গ্রামের জফির আলীর ছেলে।
মন্তব্য করুন