জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে সহায় সম্বল হারিয়ে মানসিক দুশ্চিন্তায় দিশেহারা অবস্থায় জীবনযাপন করছেন রফিকুল ইসলাম নামের এক গোশত ব্যবসায়ী। গতমাসের ৩০ অক্টোবর দিনদুপুরে নিজের টাকায় কেনা দুটি মহিষ ছিনতাইকারীদের কবলে পড়ে নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। শোশত ব্যবসায়ী রফিকুল ইসলাম জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের মৃত ময়ুর আলীর ছেলে এবং জকিগঞ্জ বাজারের গোশত ব্যবসায়ী।
রফিকুল ইসলামের মহিষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের চান্দপুর এলাকায়। এ ঘটনায় রফিক আহমদ বাদী হয়ে সহিদাবাদ গ্রামের ছুনু মিয়ার ছেলে কালাম আহমদ (৪০), আব্দুর রহমান (৪২), জয়নাল আহমদ (৪৫) এবং একই গ্রামের কুটু মিয়ার ছেলে আলাই মিয়া (৪০), জামাল আহমদ (৩৫), আব্দুল হান্নানের ছেলে ময়নুল হক (৩০), নজাই মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৫), নোয়াগ্রামের উরফিজ আলীর ছেলে ফেরদৌস আহমদ (৫০), সহ অজ্ঞাতনামাদের আসামী করে গত ১১ নভেম্বর জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলাটি পুলিশ এফআইআর করলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। তাছাড়া সামাজিকভাবে একাধিকবার বিচার শালিসে বসেও কোনো সমাধান আসেনি। উপরন্তু আসামীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হুমকি ধমকি আসছে। এ নিয়ে দুশ্চিতা আর হতাশায় দিনাতিপাত করছেন গোশত ব্যবসায়ি রফিক।
এ প্রসঙ্গে গোশত ব্যবসায়ী রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, ঋণধার করে টাকা এনে মহিষ ক্রয় করে উল্টো ছিনতাইকারীরা আমাকে মহিষ চুর সাব্যস্থ করতে চেয়েছিল। আমি আমার মহিষ ফেরৎ চাই। আমার মতো এরকম কোনো মানুষের অবস্থা যাতে না হয়, এর জন্য এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এ বিষয়ে একটি মামলা দাযের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।