জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবীর র‌্যালি বাস্তবায়নে মতবিনিময় সভা


মাহে রবিউল আউয়ালে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জকিগঞ্জে প্রতিবছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে তালামীযে ইসলামিয়া কর্তৃক র‌্যালি করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সোমবার জকিগঞ্জ উপজেলা সদরে মুবারক র‌্যালির আয়োজন করেছে সংগঠনটি।

তালামীযে ইসলামিয়ার র‌্যালি বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ এসোসিয়েশনের কার্যালয়ে উপজেলা আল-ইসলাহ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় র‌্যালি বাস্তবায়নে উপস্থিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত ব্যাক্ত করেন। নেতৃবৃন্দ আশা করেন এবারের র‌্যালিতে সহস্রাধিক ছাত্র-জনতার অংশগ্রহন থাকবে। তালামীয নেতৃবৃন্দ জানান, র্যালী সফলের লক্ষে ইতোমধ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শাখা সমুহ সফর করা হয়েছে এবং উপস্থিতির ব্যাপারে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত ও আলীম উদ্দীন, উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমান, সাধারন সম্পাদক আবু হানিফ নাঈম, জকিগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন