বিশ্বনাথে দেশবন্ধু এম.ইলিয়াস আলীর সন্ধান চেয়ে মানববন্ধন

বিশ্বনাথ প্রতানিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ বিএনপি'র জননেতা দেশবন্ধু  এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার আয়নাঘর থেকে অনেক নেতা ফিরে এসেছেন। এখনো কেন এম. ইলিয়াস আলী ফিরে আসেন নাই। দ্রুত তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান তারা।

এসময় ইলিয়াস আলীকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তি না ছড়ানোরও আহবান জানান তারা। বক্তারা আরও বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন এবং ফিরে আসবেন। তাঁর ফেরার অপেক্ষায় আছে বিশ্বনাথসহ পুরো দেশবাসী।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য ও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ, কদর আলী, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহ-সম্পাদক কয়েছ শিকদার, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, সদস্য কদ্দুছ আলী, মিনহাজ, আইন উদ্দিন, আশক আলী, আজাদুর রহমান শাহিন, আবু সালেহ, খোয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান বাবুল, সদস্য হামিদ শিকদার, আশক আলী, আফিজ আলী মেম্বার, তাজেক আলী, আব্দুল হান্নান, শামীম আহমদ, আক্তার মিয়া, কালাম মিয়া, আশিক উদ্দিন, রায়হান আহমদ, মস্তাব আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহজাহান আলী, যুগ্ম আহবায়ক শাহ লিলু, নাজিম উদ্দিন, সদস্য ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা আশিক আহমদ,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, সাঈদ আহমদ, উপজেলা কমিটির সদস্য সাংবাদিক কবি এস.পি.সেবু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম-আহবায়ক তছলিম উদ্দিন, বিলাল আহমদ, আরশ আলী, এম এ গণি, সদস্য সুহেল আহমদ ডেনি, শাহ রুপন, শাহ সনি, জয়নাল আহমদ, ফিরোজ আলী, রুপা মিয়া, জুয়েল আহমদ, সালাম মিয়া, অপু আহমদ, আব্দুল আজিজ, মুহিব মিয়া, হুশিয়ার আলী, শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ূম, শাহ টিপু, মাছুম আহমদ, ইমন আলী, রায়হান আহমদ, শেখ সোহাগ মিয়া, মারুফ আহমদ, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, সৌরভ আহমদ, লায়েক আহমদ, সুমন মিয়া, আরিফ আলী, তারেক আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল আহমদ রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমূখ।

মানববন্ধনে উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপি'র প্রচুর সমথর্থক, কর্মীরা উপস্থিত ও নেতারাও যোগ দেন। এসময় কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন