সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় এক কিশোর নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি এলাকার বাসিন্দা মোছাঃ ফারহানা বেগম (৪৪) তার ১৩ বছর বয়সী ছেলে ইবনে আব্বাস লিমন নিখোঁজ হওয়ার বিষয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালি থানাধীন আলিয়া মাদরাসা মাঠ এলাকা থেকে ইবনে আব্বাস লিমন নিখোঁজ হয়। ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের পরিচয় হিসেবে জিডিতে উল্লেখ করা হয়েছে—তার বয়স ১৩ বছর, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল টিশার্টের ওপর কালো কটি।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিখোঁজ সংক্রান্ত জিডিটি তদন্তাধীন রয়েছে। কিশোরটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
মন্তব্য করুন