সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে এক পথসভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৭টায় আয়োজিত মোনাজাতে অংশ নেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক। তিনি নিজেই দুহাত তুলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা, ভাস্কর রায় ও একেএম নাসের উজ্জ্বল, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী, সাফাকুল ইসলাম আফজাল, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দেশনেত্রীর সুস্থতার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মন্তব্য করুন