ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়।
উপজেলা শাখার সভাপতি শফিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম।
কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল উসামা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক এবং সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এম. রেজাউল করিম রাজু।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শফিউল আলম তুহিনকে সভাপতি, তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং হাফিজ সামসুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন