
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় সকল ধরনের বেআইনি প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন কমিশন সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট-তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা কিংবা যেকোনো ধরনের নির্বাচনী প্রচারকেন্দ্র থাকলে তা ৪৮ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে।
ইউএনও মাসুদুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে জকিগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী অপসারণের অনুরোধ করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনসম্মত নির্বাচন পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন