
জকিগঞ্জে চুরি ও ডাকাতির একাধিক মামলার আসামি আলী হোসেন (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার হাড়িকান্দি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতি সংঘটনের সাথে জড়িত। তার বিরুদ্ধে ২৮/১০/২০২৫ তারিখের ১৩ নং মামলা–সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে থানা পুলিশের বিশেষ টিম গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই ইমতিয়াজ বলেন, “জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নির্দেশে গভীর রাতে হাড়িকান্দি এলাকায় অভিযান চালানো হয়। পালানোর আগে আলী হোসেনকে আমরা আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে ৩৯৫/৩৯৭ ধারায় মামলাসহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। মাদক, জুয়া ও সকল অপকর্মের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন