সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুরুজ, সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ মৌলভী আব্দুল হাফিজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিমসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর ও কলঙ্কিত দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মদদে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন