
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমআ মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, “তরুণ রাজনীতিবিদ শরিফ ওসমান হাদির ওপর এ ন্যাক্কারজনক হামলা গভীরভাবে দুঃখজনক ও উদ্বেগজনক। এমন সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
তাঁরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাম্প্রতিক এই ঘটনা সেই নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই তুলে ধরে।
বিবৃতিতে তারা হামলার সঙ্গে জড়িত সকল দুর্বৃত্তকে অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
মন্তব্য করুন