ফ্লেইমস জকিগঞ্জ কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফ্লেইমস জকিগঞ্জ আইইএলটিস সেন্টারের উদ্যোগে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) দুপুরে বিজয়ীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট, অ্যাডমিশন ভাইচার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআরের চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর শিল্পপতি সেকিল চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট শাহাদত চৌধুরী ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট হাফিজ মাওলানা এনামুল হক ও ফজলে আহমদ চৌধুরী একলিম, জেনারেল সেক্রেটারি আবুল হোসেন, হাফসা মজুমদার মহিলা কলেজের প্রিন্সিপাল খালেদ মহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, গঙ্গাজল সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসির সভাপতি জাবের আহমদ।
অনুষ্ঠানে ১ম স্থান অর্জন করেন হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা বুশরা, ২য় স্থান অর্জন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার শিক্ষার্থী মাহবুবা খান জুই ও ৩য় স্থান অর্জন করেন জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ আহমদ। এ ছাড়া আরো ২৬ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। 

ফ্লেইমস জকিগঞ্জের সিও মনির আহমদের সভাপতিত্বে ও নাদিম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্লেইমস জকিগঞ্জের দায়িত্বশীল মাহমুদউল্লাহর। প্রতিযোগীর পক্ষ থেকে অনুভূতি প্রকাশ বক্তব্য রাখেন রুহুল আমিন সুজন, কামরান আহমদ,  হুমায়রা  আক্তার ছামিয়া, মাহবুবা খান জুই।

প্রোগ্রাম সার্বিক তত্বাবধানে ছিলেন ফ্লেইমস জকিগঞ্জের ডিরেক্টর কাওসার আহমদ ও মোশাররফ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন