জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের সংগঠন ‘হিফজুল কুরআন শিক্ষক সমিতি’–এর জকিগঞ্জ উপজেলা কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টায় জকিগঞ্জ পৌরসভার আলমনগর জামে মসজিদে বারগাত্তার আন্ধা হাফিজ সাহেব (রহ.)-এর ছাহেবজাদা হাফিজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মানিকপুর বড়বাড়ি হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ রেদওয়ান আহমদ লতিফির সঞ্চালনায় এ সভা সম্পন্ন হয়।
সভায় ফুলতলী আল-কুরআন মেমোরাইজিং সেন্টারের শিক্ষক হাফিজ জয়নাল আবেদীনকে সভাপতি, থানাবাজার হাবিবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাও. আলী হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোশাহিদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফিজ মাও. ছালিক আহমদকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: হাফিজ নাজিম উদ্দীন, হাফিজ এখলাছুর রহমান, হাফিজ শিহাব উদ্দিন, হাফিজ আব্দুর রহমান। সহ-সাধারণ সম্পাদক: হাফিজ নুরুল ইসলাম, হাফিজ রেদওয়ান হোসেন লতিফি। যুগ্ম-কোষাধ্যক্ষ: হাফিজ কামিল আহমদ, হাফিজ ইছমত আহমদ।সাংগঠনিক সম্পাদক: হাফিজ নাজিম উদ্দীন। সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিজ আব্দুল হালিম। প্রচার সম্পাদক: হাফিজ হাবিবুর রহমান জাবির। সহ-প্রচার সম্পাদক: হাফিজ মস্তাক আহমদ, হাফিজ অলিউর রহমান। শিক্ষক: হাফিজ ইমরান হোসেন। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: হাফিজ ফুরকান আহমদ। অফিস সম্পাদক: হাফিজ আজিম উদ্দীন। মিডিয়া সম্পাদক: কেএম আব্দুল্লাহ আল মাসহুদ। সদস্য: হাফিজ শাকির আহমদ, হাফিজ আব্দুল বাতিন, হাফিজ আফজল হোসেন প্রমুখ।
সভায় নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদকে প্রধান করে ১৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন: হাফিজ আব্দুর রহমান (নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ আব্দুল গনি (কামালপুর হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা), হাফিজ সিরাজুল ইসলাম (লতিফিয়া এতিমখানা ফুলতলী), হাফিজ নেজাম উদ্দীন (রায়গ্রাম হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ আব্দুল গফফার (কাছারচক মাদ্রাসা), হাফিজ নজরুল ইসলাম (বাল্লাহ হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ মাওলানা আব্দুর রহমান (থানাবাজার মাদ্রাসা), হাফিজ জিয়াউর রহমান (বিরশ্রী কুতুবিয়া হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ লিয়াকত আহমদ (লতিফিয়া এতিমখানা ফুলতলী), হাফেজ আব্দুল করিম (ইছাপুর হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা), হাফিজ জামিল আহমদ (ইছামতী রফিকিয়া হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ আব্দুল হালিম (লস্করবাড়ী হাফিজিয়া মাদ্রাসা), হাফিজ নজরুল ইসলাম (রায়গ্রাম হাফিজিয়া মাদ্রাসা)।
সভার শেষে সকল শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।