জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা এমএজি বাবর গ্রেফতার


সিলেটের জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দলটির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে রোববার ভোররাতে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত এমএজি বাবর কেছরী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “রাতের শেষ প্রহরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘটনায় করা তিনটি মামলার আসামি এমএজি বাবর। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তবে বাকি দুটি মামলায় তাঁর কোনো জামিন ছিল না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন