সাদাপাথরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাচ্ছিল (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাচ্ছিল সিলেট শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। বুধবার সকালে পরিবারের সঙ্গে সাদাপাথর এলাকায় ঘুরতে আসে সে। প্রত্যক্ষদর্শীদের মতে, হাঁটুপানিতে নেমে কিছুক্ষণ থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তাচ্ছিল। সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানান, ‘তাচ্ছিলের পরিবার জানিয়েছে যে সে আগে থেকেই হৃদরোগে ভুগছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এটি হার্টঅ্যাটাকজনিত মৃত্যু বলে ধারণা করছি।’

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবীনতর পূর্বতন