জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমেদের বাসায় সন্ত্রাসী হামলা

 

সিলেটের জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে সাড়ে সাতটার দিকে নগরীর উপশহরের সি ব্লকে অবস্থিত তার বাসায় এই হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালে অজ্ঞাত পরিচয়ের একদল সন্ত্রাসী “জয় বাংলা” স্লোগান দিতে দিতে বাসায় হামলা চালায়। ওই সময় বাসার ভেতরে সাব্বির আহমেদ, তার স্ত্রী ও কন্যা অবস্থান করছিলেন। হামলাকারীরা তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজতে থাকে এবং তাকে না পেয়ে ঘরের দরজায় ভাঙচুর চালায়। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে সাব্বির আহমেদ বলেন, তার ছেলে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। তিনি বলেন, “আমি এখনও বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো এবং কারা হামলা করেছে, সে সম্পর্কে কোনো ধারণা আমার নেই।” সাব্বির আহমেদ আরও বলেন, হামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন