মৌলভীবাজারে সিকিউরিটি গার্ড মিসবাহকে খুন করার উদ্দেশ্যে ভাড়াটে খুনি দিয়ে হামলা চালানোর সময় ভুলে আইনজীবী সুজন মিয়াকে (৩২) খুন করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসামি নজির মিয়ার সাথে মিসবাহর পূর্বশত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে ৬ এপ্রিল রাতে মিসবাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেজন্য লক্ষন নাইডুর মাধ্যমে খুনি গতকাল করে নজির। তবে খুনিরা ভিডিও কলের মাধ্যমে মিসবাহকে শনাক্ত করার চেষ্টা করলেও ছবির মিল দেখে সুজন মিয়াকে হত্যার নির্দেশ দেন নজির।
এ ঘটনায় নিহত সুজন মিয়ার ভাই এনামুল হক সুমন মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নজির মিয়া (২৫), মো. আরিফ মিয়া (২৭), হোসাইন আহমদ সোহান (১৯), লক্ষন নাইডু (২৩) এবং আব্দুর রহিম (১৯) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে।