নিহত যুবকের নাম মুজাহিদ আহমদ (২৭)। তিনি খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মুজাহিদ বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার জুমার নামাজের আগে স্থানীয় কয়েকজন বাসিন্দা হাওরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।