রিশাদের হাত ধরে পিএসএলে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন

স্পোর্টস ডেক্স: বাংলাদেশি বোলারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সাফল্যের ইতিহাস বেশ সীমিত। বিশেষ করে বোলিং বিভাগে চোখে পড়ার মতো কৃতিত্বের সংখ্যা হাতে গোনা। তবে সময় বদলাচ্ছে, আর সেই বদলের মুখ হয়ে উঠছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৫-এর আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন এই প্রতিভাবান বোলার।

এরই মধ্যে পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারির রেকর্ড গড়ে ফেলেছেন রিশাদ। তার পারফরম্যান্সে চোখ রাখলে বোঝা যায়, আত্মবিশ্বাস আর স্কিলের দুর্দান্ত মিশেলে সে এখন নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন প্রতিটি ম্যাচে। লেগস্পিনের বৈচিত্র্য আর ধারালো গুগলিতে বিপক্ষ ব্যাটসম্যানদের ভীষণ ভুগতে হচ্ছে।

এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে রিশাদের সামনে রয়েছে বড় এক মাইলফলক—সাকিব আল হাসানের ১৯ উইকেটের রেকর্ড। সাকিবের সেই দুর্দান্ত মৌসুম ছিল বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে একজন বাংলাদেশি বোলারের শ্রেষ্ঠ প্রাপ্তি। তবে এবারের পিএসএলে রিশাদ যা করে চলেছেন, তাতে সেই রেকর্ড এখন আর অত দূরের কিছু নয়।

বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি লিগে উজ্জ্বল উপস্থিতি অনেক সময়ই অনুপস্থিত থেকেছে, তবে রিশাদের পারফরম্যান্স সেই শূন্যতা অনেকটাই পূরণ করছে। দেশের তরুণ ক্রিকেটারদের জন্য তিনি হয়ে উঠছেন এক নতুন অনুপ্রেরণা। প্রমাণ করছেন—বাংলাদেশি বোলাররাও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, রিশাদ যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে শুধু সাকিব নয়, ভবিষ্যতে আরও বড় রেকর্ডও তার হাতে ধরা দিতে পারে। ইতোমধ্যে লাহোর কালান্দার্সের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

পিএসএল ২০২৫-এর অন্যতম আলোচিত নাম এখন রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে চোখ রেখে প্রশ্ন জাগছে—এই তরুণ কি হয়ে উঠবেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের নতুন তারকা?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন