অনলাইন জুয়া-অর্থপাচারে লাগাম টানতে আসছে নতুন সাইবার আইন


বাংলাদেশে সাইবার জগতের নিরাপত্তা আরও শক্ত করতে নতুন সাইবার সুরক্ষা আইন খুব শিগগিরই পাস হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, "কয়েক দিনের মধ্যেই" এই আইন পাস হবে বলে আশা করা হচ্ছে।

নতুন আইনে অনলাইন জুয়া এবং বেটিং কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন কার্যকর হওয়ার পর অনলাইন জুয়া বা বেটিংয়ে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে বেটিং সাইটগুলোও দেশের সাইবার স্পেস থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি যেমন বিকাশ, রকেটসহ অন্যান্যদের বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি এবং ই-কমার্স এমএলএম-এর আড়ালে অর্থ পাচারের অভিযোগ ওঠে। এ বিষয়ে সতর্ক করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, "অনেক এমএফএস, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে সাইবার জুয়া কোম্পানির সঙ্গে ইন্টিগ্রেটেড। মাসের পর মাস নির্দিষ্ট কিছু নম্বরে অস্বাভাবিক আর একমুখী লেনদেন হচ্ছে, যা পরে ক্যাশ আউট করে পাচার করা হচ্ছে।"

তিনি আরও হুঁশিয়ারি দেন, অবৈধ লেনদেন দেখে না দেখার ভান করলে কেউ দায় এড়াতে পারবে না। সংশ্লিষ্ট সবাইকে এখনই সতর্ক হতে বলা হয়েছে।

নতুন আইনের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন জুয়া-ক্রিপ্টো-অর্থপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন