বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘এ’ ইউনিটের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ রোল নাম্বার দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
এই ইউনিটের পরীক্ষায় দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে অংশগ্রহণ করে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। তার প্রাপ্ত নম্বর ৮৫.৭৫। তার রোল নাম্বার ৪৬১২৯৭৪৬। বোরহান চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী এবং তার বাবার নাম মো. ফরিদুল আলম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুতই ওয়েবসাইট ও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট সাধারণত কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিভাগগুলোর জন্য বরাদ্দ থাকে এবং প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এই ইউনিটে অংশ নেয়।