১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুট
মে মাসের প্রথম দিন, ১ মে (বৃহস্পতিবার), আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি (২ ও ৩ মে)। এর ফলে, এই তিনদিনে সরকারি চাকরিজীবীরা ছুটি উপভোগ করবেন। এই ছুটির কারণে কর্মীরা তাদের পরিবার বা ব্যক্তিগত কাজে সময় দিতে পারবেন, যা তাদের মানসিকভাবে সতেজ করবে।
১১ মে: বুদ্ধ পূর্ণিমার ছুটি
মে মাসের ১১ তারিখ (রোববার) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে। এর আগে ৯ ও ১০ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। এইভাবে, সরকারি চাকরিজীবীরা মোট ছয় দিন ছুটি পাবেন। মে মাসে দুইবার তিন দিনের ছুটি পাওয়া সরকারের পক্ষ থেকে একটি বড় উপহার হিসেবে আসছে।
যেসব অফিস ও প্রতিষ্ঠান নিজেদের সময়সূচি ও ছুটির নিয়ম অনুসরণ করে বা জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাকরি করা কর্মচারীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর হবে না। এসব ক্ষেত্রে অফিস বা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুসারে ছুটির ঘোষণা করা হবে।
এবারের ঈদুল ফিতরের সময়েও সরকারি চাকরিজীবীরা ৯ দিন ছুটি পেয়েছিলেন। ঈদ উপলক্ষে সরকার ৫ দিনের ছুটি ঘোষণা করেছিল, পরে আরও একদিন ছুটি বাড়ানো হয়। মে মাসের এই ছুটির সঙ্গে মিলিয়ে এবার সরকারি কর্মচারীরা দুটি পৃথক সময়ে বিশ্রাম নেবেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ।