এসিপি প্রদ্যুমন জীবিত নাকি মারা গেছেন? জানুন আসল ঘটনা

দুই দশকের শেষে থেমে গেল ‘দয়া, কিছু তো গড়বড় আছে’ কণ্ঠস্বর!

এসিপি প্রদ্যুমন জীবিত নাকি মারা গেছেন?
টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘সিআইডি’-এর এসিপি প্রদ্যুমন চরিত্রটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সম্প্রতি সনি এন্টারটেইনমেন্ট একটি পোস্টে জানায়, এসিপি প্রদ্যুমন চরিত্রটি চিরতরে বিদায় নিচ্ছে পর্দা থেকে, যা দেখে অনেকেই মনে করেছিলেন,আসলেই কি মারা গেছেন অভিনেতা শিবাজি সাতম? তবে পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হয় যে, শিবাজি সাতম সিরিজ থেকে অবসর নিয়েছেন, তবে তিনি জীবিত এবং সুস্থ আছেন।

সিরিজের নতুন সিজনে এসিপি প্রদ্যুমনকে বোমা বিস্ফোরণে মারা যেতে দেখা যাবে। এই দৃশ্যের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং পরবর্তীতে শিবাজি সাতম ‘সিআইডি’ সিরিজ থেকে বিদায় নিবেন। তবে বাস্তবে তিনি সুস্থ আছেন এবং অভিনয়ে তার চলমান যাত্রা কেবল ‘সিআইডি’ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না।

১৯৯৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিক দীর্ঘ ২০ বছর ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে এবং ২০১৮ সালে এসে বন্ধ হয়। ছয় বছর পর ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হয়েছে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার সনি টিভি এবং সনি লিভ-এ নতুন পর্ব দেখা যাচ্ছে। পাশাপাশি সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সেও।

এসিপি প্রদ্যুমনের আগে বিদায় নিয়েছে ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রটি। তবে দর্শকরা এখনো পর্দায় পাচ্ছেন ইন্সপেক্টর দয়া, অভিজিৎসহ অন্যান্য পরিচিত মুখকে। পাশাপাশি যুক্ত হয়েছে কিছু নতুন চরিত্রও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন