![]() |
ছবি : সংগ্রহকৃত |
ম্যাচের প্রথম বলেই খলিল আহমেদকে পয়েন্টের উপর দিয়ে ছক্কা মেরে যেভাবে ইনিংস শুরু করেন আরিয়া, তাতেই বোঝা যাচ্ছিল আজ তার দিন। দ্বিতীয় বলে জীবন পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৪২ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৭টি চার।
চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন ট্রাভিস হেডের সঙ্গে ভাগ করে নিচ্ছেন প্রিয়াংশ। আইপিএল ইতিহাসে তার চেয়ে কম বলে শতরান এসেছে শুধু ক্রিস গেইল (৩০ বল), ইউসুফ পাঠান (৩৭ বল) ও ডেভিড মিলার (৩৮ বল)-এর ব্যাটে।
আইপিএলে সুযোগ পাওয়ার আগে প্রিয়াংশ আলো ছড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে। দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ৬ ছক্কা মেরে উঠে আসেন আলোচনায়। পরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৩২৫ রান করে নজর কাড়েন স্কাউটদের। সেই ধারাবাহিকতায় আইপিএলের মেগা নিলামে ৩.৮ কোটি রুপিতে দলে নেয় পাঞ্জাব।
চেন্নাইয়ের বিপক্ষে যখন একপ্রান্তে নিয়মিত উইকেট হারাচ্ছিল দল, তখন আগ্রাসী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন প্রিয়াংশ। অশ্বিন, মুকেশ কুমার ও পাথিরানার ওভারগুলোতে টানা বাউন্ডারিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। যদিও সেঞ্চুরির পর লং অনে ধরা পড়ে ইনিংসের সমাপ্তি ঘটে, ততক্ষণে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।
এই ইনিংস শুধু প্রিয়াংশের আত্মপ্রকাশ নয়, বরং জানান দিচ্ছে—ভারতীয় ক্রিকেট পেতে চলেছে এক নতুন তারকা।