ঊর্ধ্বমুখি দেশি পেঁয়াজের বাজার: কেজি পতি বাড়লো ২৫-৩৫ টাকা


দেশি পেঁয়াজের বাজারে হঠাৎ করেই আগুন! রাজধানীসহ দেশের বিভিন্ন বড় বাজারে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে, আর পাড়া-মহল্লার দোকানগুলোতে দাম আরও চড়া—৬০ টাকা পর্যন্ত। অথচ গত সপ্তাহের শুরুতেই এই পেঁয়াজ বিক্রি হয়েছে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত।

ভরা মৌসুমে, যখন স্বাভাবিকভাবে দাম কম থাকার কথা, তখন এক লাফে এমন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বেশ দুশ্চিন্তার। কিছুদিন আগেও পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। রমজান মাসে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন সেই চিত্র পাল্টে গেছে। রোজার দুই সপ্তাহ না যেতেই হঠাৎ করে দাম দ্বিগুণ হয়ে গেছে, যা ভোক্তাদের কষ্ট বাড়িয়েছে।

বিক্রেতাদের দাবি, সরবরাহ কিছুটা কম থাকায় এমন দাম বাড়তি দেখা যাচ্ছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেন নিয়মিত এক আতঙ্কে পরিণত হয়েছে। নিয়ন্ত্রণহীন বাজার পরিস্থিতি যদি দ্রুত সামাল না দেওয়া যায়, তাহলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা থেকেই যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন