নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
জকিগঞ্জ থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ৬ জনকে টেকনাফের রাজারছড়া দুর্গম পাহাড় থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অপহরণকারী চক্র তাদের জিম্মি করে পাহাড়ে আটকে রেখেছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো অভিযানে অপহৃতদের উদ্ধার সম্ভব হলেও এখন পর্যন্ত অপহরণকারী চক্রের কাউকে আটক করা যায়নি।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, উদ্ধারকৃতদের ব্যাপারে টেকনাফ থানা পুলিশ জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল বিকেলে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয় শ্রমিক—মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)—কাজের উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ১৬ এপ্রিল তারা কক্সবাজার পৌঁছার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
তাদের উদ্ধার হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। নিখোঁজ এমাদের ভাই বাহার উদ্দিন বলেন, “আমাদের কষ্টের সময়ে সাংবাদিকরা পাশে থেকেছেন, পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করেছে—সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এ ঘটনায় এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।