দেশের বাজারে চার দফা বাড়ার পর কমেছে সোনার দাম, যা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে সাধারণ ক্রেতাদের। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৮ এপ্রিল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এই দফায় ভরিপ্রতি দাম কমেছে ১ হাজার ২৪৮ টাকা।
সর্বশেষ ২৯ মার্চ সোনার দাম সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছিল। ওই সময় ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে নতুন দামে কিছুটা কমতি আসায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা, ডলার-টাকার বিনিময় হার এবং দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সোনার দামে ১৭ বার পরিবর্তন এনেছে বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে, আর মাত্র ৩ বার কমেছে। এতে বোঝা যায়, সোনার বাজারে অস্থিরতা রয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য চিন্তার বিষয়।
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ১৫ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। মাত্র দুই মাসের ব্যবধানে তা বেড়ে ২৯ মার্চ পৌঁছায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়। তবে এখন দাম কিছুটা কমে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায় নেমে এলেও বাজারের স্থিতিশীলতা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। অনেক ক্রেতা আশা করছেন, ভবিষ্যতে সোনার দাম আরও স্থিতিশীল ও সাশ্রয়ী হবে।