জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ এক অটোরিকশা (টমটম) চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ করে টাকা ফেরৎ পেতে ভুক্তভোগী চালকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে ভুক্তভোগী টমটম চালক আব্দুস সামাদ খান সংবাদ সম্মেলনে বলেন, গত ১ এপ্রিল উনার চুক্তিতে চালিত অটোরিকশার (টমটম) ব্যাটারী ক্রয় বাবৎ নগদ ৭০ হাজার টাকা নিয়ে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার থেকে বাড়ী যাচ্চিলেন। এমন সময় ৬/৭ জন যুবক তার গাড়ীতে উটে জকিগঞ্জ যেতে অনুরোধ করেন। তিনি তাদেরকে জকিগঞ্জ পৌছে দিলে তারা গাড়ী থেকে নেমে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় জকিগঞ্জ বাজারের একটি গলিতে। সেখানে নিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা ৭০ হাজার টাকা ও ব্যবহুত স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং মামলা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।

পরে তিনি স্থানীয়দের সহায়তায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে জকিগঞ্জ থানায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তিনি আক্ষেপ করে বলেন, মামলা দায়ের করার প্রায় ৪ দিন হয়ে গেলেও এখনও মামলার প্রাথমিক তদন্ত পর্যন্ত হয় নাই। সেজন্য আমি সুবিচার প্রাপ্তি নিয়ে সন্দিহান আছি। আমি প্রশাসনের কাছে এই দুর্ধর্ষ ছিনতাইকারীর খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় এনে আমি গরীবের এই ছিনতাইকৃত টাকা গুলি ফেরৎ পাওয়ার জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ছিনতাই, মাদক চোরাচালান সহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল)  একই রাতে পরপর ৩ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই কারীরা ছিনতাই করে ফিল্মি স্টাইলে ভিকটিমকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি এলাকায় এ রকম দুর্ধর্ষ ৩ টি ঘটনা সংঘটিত হওয়ায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন