চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকালটা যেন স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের জন্য। দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম, থামিয়ে দেন তাদের ইনিংস ২২৭ রানে। ১৬ বলে মাত্র ২ রান করা ব্লেসিং মুজারাবানিকে ফেরান তাইজুল।
তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিন আক্রমণে ৬০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তার সঙ্গে নাঈম হাসান পান ২ উইকেট আর তানজিম হাসান সাকিব নেন ১ উইকেট। ফলে পুরো ইনিংসেই ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের বোলাররা।
এরপর ব্যাট হাতে মাঠে নেমে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় যা করলেন, তা বহুদিনের অপেক্ষার অবসান ঘটাল টাইগার সমর্থকদের। প্রথম থেকেই দেখেশুনে, কৌশলী ব্যাটিংয়ে এগিয়ে যান তারা। তিন বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয় যেন নিজের উপস্থিতির জানান দিলেন ধীরস্থির ব্যাটিংয়ে। আর সাদমান ইসলাম তুলে নিলেন দুর্দান্ত ফিফটি, ৯১ বলে ৬৬ রানে অপরাজিত থেকে। বিজয়ও ৬৫ বলে ৩৮ রান করে মজবুত ভিতে দাঁড়িয়ে আছেন।
দীর্ঘ ৩২ ইনিংস পর টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি ছুঁয়েছে শতরান! লাঞ্চ বিরতির সময় বিনা উইকেটে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
যদিও এখনও ১২২ রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে, তবে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের এমন চমৎকার সূচনা দেখিয়ে দিয়েছে, চট্টগ্রাম টেস্টে লড়াই জমে উঠছে।
ম্যাচের হালচিত্র:
জিম্বাবুয়ের প্রথম ইনিংস: ২২৭ রান
বাংলাদেশের সংগ্রহ: ২৬ ওভারে ১০৫/০
সাদমান ইসলাম: ৯১ বলে ৬৬* রান
এনামুল হক বিজয়: ৬৫ বলে ৩৮* রান
লিড: জিম্বাবুয়ে ১২২ রানে এগিয়ে