নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি’র অ্যাডহক কমিটি গঠন ও আর্থিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত এ আদেশ দেন। মামলাটি দায়ের করেন সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
মামলায় অভিযোগ করা হয়, মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে গঠনতন্ত্র অমান্য করে জেলা প্রশাসক আহ্বায়ক কমিটি গঠন ও অনিয়মতান্ত্রিকভাবে চেক স্বাক্ষরসহ আর্থিক কার্যক্রম পরিচালনা করেন।
মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন ও সমাজসেবা উপপরিচালকসহ সরকারি কর্মকর্তারা।
এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি।