রবিবার (২৭ এপ্রিল) এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।
ফ্লাইটটি গ্যালিস্টেয়ার এভিয়েশনের মালবাহী চাটার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মডেল দিয়ে পরিচালিত হবে। বিমানটি সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করার মাধ্যমে ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালনাকারী দেশের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই নতুন ফ্লাইটের মাধ্যমে সিলেট এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের পণ্য আন্তর্জাতিক বাজারে দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি হবে, যা গার্মেন্টস সেক্টরের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে। ফ্লাইটটির সম্মানে জল কামান স্যালুট প্রদান করা হবে।
উবেদুল্লাহ তালুকদার / সবুজ প্রান্ত ডট কম