জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে পতিত জমিকে চাষযোগ্য করে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার তেলিকান্দি গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
যুব সংগঠক রাজশ রায়ের সভাপতিত্বে ও এসডিএস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মিতালী রানী বিশ্বাস, মঞ্জু রানী বিশ্বাস, পপি রানী বিশ্বাস এবং দিবা রানী বিশ্বাস।
বক্তারা বলেন, “এলাকায় অনেক জমি অনাবাদি পড়ে আছে। এসব জমিকে চাষের আওতায় আনতে পারলে খাদ্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি বেকারত্বও কমবে।” তাঁরা আরও বলেন, “ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জমির মালিক, চাষী ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকার বা সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় যদি খাস ও পতিত জমিতে চাষের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা সমবায় ভিত্তিতে চাষাবাদে আগ্রহী।
মতবিনিময় সভায় তেলিকান্দি গ্রামের চাষিদের পাশাপাশি পাশ্ববর্তী সদরপুর ও বনগ্রাম থেকেও অনেক আগ্রহী কৃষক অংশগ্রহণ করেন। সভায় সহযোগী আয়োজন ছিল মা-মনি মহিলা সমিতি।