সবুজ প্রান্ত ডেস্ক ::
জকিগঞ্জ থেকে নারায়নগঞ্জে ইয়াবা নিয়ে যাওয়ার পথে আশুগঞ্জ এসে ধরা খেল মাদক ব্যববসার সাথে জড়িত এক মহিলা। তিনি সিলেটের কদমতলী থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের যাত্রী ছিলেন। আশুগঞ্জ টোল প্লাজা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়শা নামের ঐ মহিলাকে তল্লাশি করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে।
আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইসহাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কদমতলী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আশুগঞ্জ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।