জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও উপজেলা যুব জামায়াতের সেক্রেটারী আলী হোসেন শনিবার রাত সাড়ে ৮ টার সময় কালীগঞ্জ বাজারে মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা আহমদ আল রেদওয়ান, আহমদ আল জুবের ও মেসবাহুল ইসলামের সাথে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হোন। এর মধ্যে আহমদ আল জুবের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমসি কলেজ শাখার সহ-সভাপতি বলে জানা গেছে। রেদওয়ান ও জুবের সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
পরে আহত জামায়াত নেতা আলী হোসেনকে উদ্ধার করে জকিগঞ্জে নিয়ে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা থানা প্রাঙ্গনে জড়ো হয়ে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ ও হামলাকারীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। আহত আলী হোসেন জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য। আহত আলী হোসেনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের ইবনে সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবী, আলী হোসেনের উপর হামলাকারী সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, জামায়াত নেতার উপর হামলার ঘটনায় কেউ এখনো থানায় মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, উপজেলা যুব জামায়াত সেক্রেটারি আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে জকিগঞ্জ পৌরশহরে ও কালীগঞ্জ বাজারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।