জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বজ্রপাতের কবলে পড়ে একটি বড় মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছে। মহিষটির আনুমানিক মূল্য হবে দেড় লক্ষ টাকা। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ছাব্বির আহমদের পালিত মহিষটি প্রতিদিনের মতো সকালে খোলা মাঠে বাধা ছিল। এ সময় হঠাৎ করে শুরু হওয়া প্রবল বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হলে মহিষটি বজ্রাঘাতে গুরুতরভাবে আক্রান্ত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।
স্থানীয়রা জানান, মহিষটি ছিল সুস্থ, সবল ও বেশ বড় আকারের। হঠাৎ বজ্রাঘাতে প্রাণ হারানোয় সবাই মর্মাহত হয়েছেন। এদিকে গত সোমবার জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মজলী গ্রামে বজ্রপাতে মারা যায় পাশাপাশি থাকা দুটি গরুর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঠে পশু ছেড়ে দিতে ও খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।