জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ পৌরশহরে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাতে আহত হওয়া রুবেল আহমদ (২৪) নামের এক রেস্তোরাঁ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। নিহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুর গ্রামের সরব আলীর ছেলে। শনিবার সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঐ রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যু বরণ করেছে।
গত ১৬ মার্চ রাতে রুবেল আহমদ আহমদ তার পরিচিতদের ছুরিকাঘাতে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
জানা গেছে, গত রোববার ১৬ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান (৪২) ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) নিহত রুবেলকে ডেকে নিয়ে যান পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জন স্থানে। সেখানে নেওয়ার পর রুবেলের সঙ্গে ট্রলি চালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্ত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রোস্তোরা শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮ টার দিকে রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যু বরণ করে।
জানা যায়, রেস্তোরাঁ শ্রমিককে কুপিয়ে জখমের ঘটনায় আহত রুবেল নিজে বাদী হয়ে থানায় ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্তকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলাটি রেকর্ড করলেও জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।