জকিগঞ্জে চেয়ারম্যানের বাড়ীতে বিচার সালিশে হামলা : আহত ৩


জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে বিচার সালিশ চলাকালে হামলার শিকার হয়েছেন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শওকত আলী (৮২) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শওকত আলী অভিযোগ করেন, তার ছেলে শাহিন আহমদ দুই বছর আগে ১ নং বিবাদী জুয়েল আহমদ জামালের ভাই বুলবুল আহমদ এবং ২ নং বিবাদী নাহিদ মিয়ার ভাই সাহেদ আহমদকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে চুক্তিতে সৌদি আরবে পাঠান। তারা এখনও সেখানে কর্মরত রয়েছেন। কিন্তু গত ৫ এপ্রিল ওই দুই বিবাদী বাদীর বাড়িতে এসে সাত লাখ টাকা ফেরত দাবি করেন। টাকা ফেরত না দেওয়ায় তারা বাদীকে হুমকি দেন এবং খারাপ আচরণ করেন।

ঘটনার প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর মধ্যস্থতায় গত ২৭ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিটে চেয়ারম্যানের বাড়িতে এক বিচার সালিশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উভয় পক্ষের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য বুরহান উদ্দিন। অভিযোগে বলা হয়, সালিশ চলাকালে ১ নম্বর বিবাদীর নির্দেশে ৮ জন বিবাদী একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বাদী ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বাদীর ছেলে সালমান আহমদ, শাহিন আহমদ এবং নাতি শিপন আহমদ গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জুয়েল আহমদ ছুরি দিয়ে সালমান আহমদের মাথা ও চোখে কোপ মারেন, আর নাহিদ মিয়া মাথায় আঘাত করেন একটি লোহার লাইট দিয়ে। বাকিরা লাঠি সোটা দিয়ে বেদম প্রহার করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৩টি স্মার্টফোন এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আহতদের মধ্যে সালমান আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, অপর দুজনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন