বিশ্বনাথে পুকুর থেকে তরুণের ভাসমান মরদেহ উদ্ধার

 

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে একটি পুকুর থেকে শাওন আহমদ (২০) নামের এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাওন আহমদ চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে এবং উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় প্রথম শাওনকে দেখতে পান তাঁর ভাই সাজন আহমদ। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শাওনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন