জকিগঞ্জের বালাউট দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হাসিবের ইন্তেকাল



জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জের বালাউট দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হাসিব (৪০) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার দেওয়ানচক (বাল্লাহ) গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শুক্রবার বাদ আসর দেওয়ানচক জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম হাফিজ আব্দুল হাসিব ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেম, সমাজসেবক ও সুদক্ষ হিফজ শিক্ষক। তিনি বালাউট দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘদিন ফুলতলী আল-কোরআন মেমোরাইজিং সেন্টারে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। এছাড়া ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জকিগঞ্জ অঞ্চলের অর্থ সম্পাদক হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মানির এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, প্রখ্যাত ইসলামিক স্কলার হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী। এক শোকবার্তায় তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন, “২০০৫-২০০৭ সালে ফুলতলী আল-কোরআন মেমোরাইজিং সেন্টারে কুরআন হিফজ করার সময় হাফিজ আব্দুল হাসিব ছিলেন আমার অন্যতম উস্তায। তাঁর দিকনির্দেশনা ও শিক্ষার মাধ্যমে আমি উপকৃত হয়েছি।”

তিনি মরহুমের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাঁর কবর ও হাশরকে সহজ করে দিন, তাঁকে ক্ষমা করুন, তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবারকে সবরের তাওফিক দান করুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন